ভার্চুয়াল কোর্টে জামিন পেলেন ১৬০৪ জন

সময়: 10:12 pm - April 12, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফার প্রথম দিনে সারা দেশের নিম্ন আদালতে মোট ২৪৩৩টি আবেদনের ভার্চুয়াল শুনানি নিয়ে এক হাজার ৬০৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে। সোমবার দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২৪৩৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং এক হাজার ৬০৪ জন অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, ‘করোনা মহামারির ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর