আজ ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত

সময়: 10:04 am - April 13, 2021 | | পঠিত হয়েছে: 1 বার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউনের আগে আজ মঙ্গলবার দেশের ব্যাংকগুলোয় শেষ লেনদেন। এদিন বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

লকডাউনের কারণে টানা সাত দিন ব্যাংক বন্ধের আগে ভিড় সামলাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১৪ এপ্রিল) থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ব্যাংকে ভিড় হতে পারে। এ কারণে এদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, লকডাউনের সাত দিন ব্যাংক বন্ধ থাকার কারণে এটিএম বুথ থেকে দিনে ১ লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এর আগে বেশিরভাগ ব্যাংকে কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা যেত।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর