এডেন উপসাগরে নৌকাডুবিতে নিহত ৩৪

আপডেট: April 13, 2021 |

আফ্রিকার দেশ জিবুতির উপকূল সংলগ্ন এডেন সাগরে নৌকা ডুবে ইয়েমেন থেকে ফেরার পথে ৩৪ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

এক টুইট বার্তায় আইওএম জানিয়েছে, চোরাকারবারিদের নিয়ন্ত্রণাধীন নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিল। তাদের নিয়ে এডেন উপসাগরের জিবুতি সংলগ্ন উপকূলে ডুবে যায়। তাতে ৩৪ জন নিহত হয়। তবে সংস্থাটি বিস্তারিত তথ্য জানায়নি।

ধারণা করা হচ্ছে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এর পর তারা ইয়েমেনে আটকা পরে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।

কয়েক বছর ধরে জিবুতি সংলগ্ন জলসীমায় সোমালিয়া ও ইথিওপিয়া থেকে পালিয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটছে। যারা দারিদ্র্য ও যুদ্ধের ভয়াবহতা থেকে পালিয়ে

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কাজের আশায় চোরাকারবাদিদের হাতে বন্দি হয়। খবর রয়টার্স

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর