‘ইরানের পরমাণু কেন্দ্রের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়’

আপডেট: April 13, 2021 |

ইরানের পরমাণু কেন্দ্রের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। ইরান তার নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ঘটনাকে নাশকতামূলক হামলা বলার পর হোয়াইট হাউস এ কথা বলেছে।

প্রেস সেক্রেটারি জেন পাসাকি সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এ ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। এ ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা কল্পনারও কিছু নেই।

ইরান তার প্রধান শত্রু ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। একই সঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা বলেছে, পরমাণু প্লান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রবিবার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ইসরায়েলি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ইসরায়েল এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির সংবাদ মাধ্যম একে ইসরায়েলি সিকিউরিটি সার্ভিসের ‘সাইবার অপারেশন’ হিসেবে উল্লেখ করেছে।

এ ছাড়া অজ্ঞাত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, এ হামলার পেছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর