রাশিয়ার ‘স্পুৎনিক-ভি’ টিকার অনুমোদন দিলো ভারত

সময়: 4:37 pm - April 13, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

জরুরি ব্যবহারের জন্য তৃতীয় ভ্যাকসিন হিসেবে রাশিয়ার ‘স্পুৎনিক-ভি’ অনুমোদন দিলো ভারত । সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার টিকাটির অনুমোদন দেয় ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এক কার্যালয় ।

ভারতে ‘স্পুৎনিক-ভি’ উৎপাদন করছে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি। প্রতিষ্ঠানটির দাবি, মডার্না ও ফাইজারের পর সবচেয়ে বেশি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর এই টিকা। শিগগিরই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিনের পাশাপাশি স্পুৎনিক-ভি’ প্রয়োগ করা হবে।

এর আগে সোমবার দেশটির বিশেষজ্ঞ কমিটি রুশ টিকার অনুমোদন দেয়। যা তৈরি করেছে মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। বিশ্বের ৬০তম দেশ হিসেবে স্পুৎনিকের অনুমোদন দিলো ভারত। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। এ অবস্থায় এই অনুমোদন করোনা মোকাবেলায় সহায়তায় করবে বলে ধারণা করা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর