লেটুস পাতার প্যাকেটে বিষাক্ত সাপ

সময়: 10:29 am - April 16, 2021 | | পঠিত হয়েছে: 2 বার

অস্ট্রলিয়ার সিডনিতে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। লেসলি কুন নামের এক নারী প্যাকেটজাত লেটুস পাতা কিনে বাসায় ফিরেছিলেন, কিন্তু হঠাৎ লেসলির ছেলে অ্যালেক্সান্ডার হোয়াইট সেই প্যাকেট নেড়েচেড়ে দেখতেই চমকে ওঠে। তারা লক্ষ্য করে দেখেন ভেতরে ঘুরে বেড়াচ্ছে ফ্যাকাসে মাথার এক বাচ্চা সাপ!

ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে বিখ্যাত অলডি গ্রোসারি স্টোরে।

লেটুস পাতার প্যাকেটের ভেতরের সেই সাপের ছবি লেসলি ফেসবুকে প্রকাশ করেছেন। যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। এটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ বলে জানিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম।

এ ঘটনার পর সবজিজাতীয় খাদ্যপণ্যের প্যাকেট খোলার আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লিসলি।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর