মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলো হচ্ছে কোভিড সেন্টার

আপডেট: April 16, 2021 |

করোনা সংক্রমণের গতিতে বেসামাল ভারত। হু হু করে প্রতিদিন বাড়ছে শনাক্ত। একই সঙ্গে বাড়ছে মৃত্যু। এ জন্য দিল্লি ও মহারাষ্ট্রে চলছে কারফিউ। অবস্থা বিবেচনায় মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলগুলো অস্থায়ী কোভিড সেন্টারে রূপান্তরের ঘোষণা দিয়েছে শহর কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বা করোনার হালকা উপসর্গ থাকা রোগীদের পাঁচ তারকা হোটেলে রেখে চিকিৎসা করা হবে। চিকিৎসকরাই ঠিক করবেন, কে হাসপাতালে চিকিৎসা নেবেন আর কে হোটেলে। আপাতত মুম্বাইয়ের দু’টি পাঁচ তারকা হোটেলে এই কার্যক্রম শুরু হলেও পরে তা বাড়ানো হতে পারে।

করোনা মহামারিতে তৈরি হওয়া স্বাস্থ্য ও চিকিৎসা সংকট মোকাবেলায় মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালগুলো শহরের চার ও পাঁচ তারকা হোটেলগুলোর সঙ্গে এ সমঝোতায় পৌঁছেছে। ফলে হাসপাতালগুলোতে রোগীদের জায়গা না হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর