আরও জৈব গবেষণাগার বানানোর ঘোষণা চীনের

আপডেট: April 18, 2021 |

গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ধরা পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরপর বিশ্বে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান দাবি করেছে, করোনা কোন ভাইরাস নয়, এটা চীনের উহানের ল্যাবে তৈরি মারাত্মক জৈব রাসায়নিক বোমা।

তবে চীন জোর গলায় এটাকে ‘ষড়যন্ত্র তত্ব’ আখ্যা দিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে এই ধরনের আরও ল্যাব তৈরির ঘোষণা দিয়েছে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী শিয়াং লিবিন জানিয়েছেন, পরিবর্তন আনা হয়েছে জৈব নিরাপত্তা আইনে। এই নতুন আইনের আওতায় আরও বেশি জৈব গবেষণাগার তৈরির কাজ শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএফপিকে শিয়াং জানিয়েছেন, এই মুহূর্তে তিনটি বায়ো-সেফটি লেবেল ৪ ও ৮৮টি বায়ো-সেফটি লেবেল ৩ গবেষণাগার তৈরি করা হবে। এই গবেষণাগারে বিভিন্ন ধরনের জৈব উপাদান নিয়ে গবেষণা হবে।

এর মধ্যেই উহানে গবেষণা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে, এখানকার কোনো গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর