বিশ্বরেকর্ড করে অলিম্পিকে মীরাবাঈ

আপডেট: April 18, 2021 |

মীরাবাঈ চানু সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। রিও-২০১৬ অলিম্পিকেও খেলেছিলেন তিনি। এবার টোকিও অলিম্পিকেও দেখা যাবে তাকে। শনিবার উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করে বিশ্বরেকর্ডের পাশাপাশি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

মীরাবাঈ ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমসে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছিলেন তিনি। এবার এশিয়ান ওয়েটলিফটিংয়ে মহিলাদের ৪৯ কেজি ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৯ কেজি তুলে বিশ্বরেকর্ড করেছেন। এক বছরেরও বেশি সময় পরে আবার কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন মীরাবাঈ। মোট ২০৫ কেজি (১১৯ + ৮৬) তুলে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে ব্রোঞ্জ জিতলেন।

এর আগে মীরাবাঈর সেরা পারফরম্যান্স ছিল ২০৩ কেজি। গত বছর ফেব্রুয়ারিতে কলকাতায় জাতীয় চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড করেছিলেন তিনি।

ভারতীয় দলের কোচ বিজয় শর্মা বলেন, ‘‘এটা বিরাট একটা মুহূর্ত। এর আগে আর কোনও ভারতীয় বিশ্বরেকর্ড করেনি।’’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর