ইরান সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: April 21, 2021 |

তিন দিনের সফরে ইরান পৌঁছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

মঙ্গলবার তেহরান পৌঁছান শাহ মেহমুদ কোরেশি। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে এ সফর করছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে-ইরান সফরের সময় পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। এ ছাড়া তিনি ইরানের পবিত্র মাশহাদ শহর সফর করবেন।

এ সফরের সময় ইরান ও পাকিস্তানের কর্মকর্তারা দুই দেশের মধ্যকার তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করবেন।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর