রওশন এরশাদ হাসপাতালে ভর্তি

আপডেট: April 30, 2021 |
print news

হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়। তবে কি কারণে তাকে সেখানে ভর্তি করা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান, আমি শুনেছি, তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।

এছাড়াও দলের নেতারা জানিয়েছেন, নিয়মিত চেকআপের জন্য সাধারণত সিএমএইচে যান রওশন এরশাদ। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার কোনোরকম অবনতির জন্য তাকে সেখানে ভর্তি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো কিছু জানানো হয়নি। তবে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, শুক্রবার আপনাদের বিস্তারিত জানাতে পারবো। এখন কিছু বলতে পারবো না।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর