নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৬ সেনা নিহত

সময়: 3:02 pm - May 3, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলায় ১৬ সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

শনিবার বিকালে তাহৌয়া অঞ্চলে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলাটি হয়। মার্চে এই এলাকায়ই অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৩৭ বেসামরিক নিহত হয়েছিল।

কারা হামলা চালিয়েছে তা পরিষ্কার না হলেও এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য আছে।

২০১৮ সালে প্রতিবেশী মালির ঘাঁটিগুলো ছাড়িয়ে তাদের তৎপরতা বিস্তৃত করার পর থেকে এই গোষ্ঠীগুলোর হামলায় নাইজারের কয়েকশত সৈন্য ও বেসামরিক নিহত হয়েছেন।

বর্তমানে মালি, নাইজার ও বুরকিনা ফাসোর বিশাল এলাকা গোষ্ঠী দুটির নিয়ন্ত্রণে রয়েছে।

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর