সংসদ ভবনে হামলার পরিকল্পনা : গ্রেফতার ২

সময়: 12:04 pm - May 6, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এ অভিযোগে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তার নাম আবু সাকিব। সে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

বুধবার (৫ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ‘উগ্রবাদী বক্তা’ আলী হাসান ওসামাকে রাজবাড়ী জেলা থেকে রাত দেড়টার দিকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট।

আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, আনসার আল ইসলামের সক্রিয় সদস্যকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনসার আল ইসলামের এই সদস্য কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিল।

এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর