ক্রীড়ার অস্কার লরিয়াস পুরস্কার জিতলেন নাদাল

সময়: 1:51 pm - May 7, 2021 | | পঠিত হয়েছে: 4 বার

ক্রীড়ার অস্কার খ্যাত লরিয়াস স্পোর্টসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। এই আসরে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এর আগেও ২০১১ সালে এই পুরস্কার পেয়েছিলেন নাদাল।

স্পেনের সেভিয়ায় বৃহস্পতিবার (৬ মে) ডিজিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

গত বছরের ফরাসি ওপেন জিতে টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান নাদাল। একই সঙ্গে ক্লে কোর্টের রাজা ফরাসি ওপেনে শিরোপা জয়ের রেকর্ডটাকে নিয়ে যান সবার ধরাছোঁয়ার বাইরে, ১৩টি!

আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিলি জন কিং।

২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। পুরুষ বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার সেরা হয়েছেন ফেদেরার, এর মধ্যে আছে টানা চারবার। আর নারী বিভাগে সবচেয়ে বেশি চারবার জিতেছেন সেরেনা উইলিয়ামস।

গতবছর পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লিওনেল মেসি ও লুইস হ্যামিল্টন। প্রথম ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতেছিলেন বার্সেলোনা তারকা মেসি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর