বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের অবস্থা ‘আশঙ্কাজনক’

সময়: 2:02 pm - May 8, 2021 | | পঠিত হয়েছে: 3 বার

বোমা বিস্ফোরণে আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অবস্থা ‘আশঙ্কাজনক’। বৃহস্পতিবার রাতে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানায়, বিস্ফোরণে আহত আরও চারজনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও ছিলেন। এই হামলাকে সন্ত্রাসী ঘটনা বলে গণ্য করা হলেও কেউ এখনো হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনার তদন্তে সহায়তা করতে মালদ্বীপে যাচ্ছে অস্ট্রেলিয়ান পুলিশ।

মোহাম্মদ নাশিদ ২০০৮ সালে নির্বাচিত হন। এর চার বছর পরে অভ্যুত্থানের মাধ্যমে তিনি পদচ্যুত হন। বর্তমানে তিনি মালদ্বীপের সংসদের স্পিকার।

এর আগে, গতকাল রাতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ বিস্ফোরণের ঘটনায় আহত হন। বিস্ফোরণের পর মালদ্বীপ পুলিশ টুইট করেছিল, ‘মালের নিলোফারু মাগুতে বিস্ফোরণের পর সংসদের স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন এবং বর্তমানে তিনি এডিকে হাসপাতালে চিকিৎসাধীন।’

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর