যুক্তরাজ্য সফর বাতিল করলেন মোদি

আপডেট: May 12, 2021 |

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জি-৭ শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ খবরে বলা হয়েছে, তিনি সেখানে যাচ্ছেন না। মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে। গতাকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ থেকে ১৩ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জি-৭ (বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর জোট) শীর্ষ সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের রাষ্ট্রপ্রধানরা। আর বিশেষ অতিথি হিসেবে আয়োজক দেশ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণ পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, জি-৭ সম্মেলনে অংশ নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণকে সম্মান জানায় ভারত সরকার। কিন্তু বর্তমান কভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-৭ সম্মেলনে সরাসরি অংশ নেবেন না।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর