গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

আপডেট: May 13, 2021 |

নাসা জানিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনো গ্রহাণুর পৃথিবীকে আঘাত করা বা পৃথিবীর বুকে আছড়ে পড়া ঠেকাতে হলে আন্তত পাঁচ বছর আগে গ্রহাণুটিকে সনাক্ত করতে পারতে হবে।

আর প্রয়োজনীয় সময়টুকু পেতে তাদের নতুন একটি স্পেস টেলিস্কোপ লাগবে।

নাসা ছয় মাস পরে পৃথিবীকে আঘাত করবে এমন একটি গ্রহাণুর দৃশ্যপট সিমিউলেট করে দেখতে পেয়েছে।

আছড়ে পড়া ঠেকানোর জন্য এসময়টি যথেষ্ট নয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর