আমেরিকাজুড়ে ফিলিস্তিনিদের বিক্ষোভ

আপডেট: May 16, 2021 |

শনিবার উত্তর আমেরিকা জুড়ে নগরীগুলোতে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিস্তিনি। এ সময় তারা গাজায় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা বন্ধের আহ্বান জানায়।

নিউইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন, মন্ট্রিয়েল, মিসিগান ও ডিয়ারবনসহ নগরীগুলোতে অনুষ্ঠিত এই বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

প্রায় দুই হাজারের বেশী লোক ব্রুকলিনের বে ব্রিজ এলাকায় সমবেত হয়ে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” এবং “ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি” এই শ্লোগান দিতে থাকে। তারা ফিলিস্তিনের পতাকা তুলে ধরে এবং “এন্ড ইসরাইলি এপার্থহেইড” এবং “ফ্রিডম অব গাজা” লেখা প্লাকার্ড প্রদর্শন করে।

অনেক ইহুদিও এই বিক্ষোভে যোগ দিয়েছে। তারা “নট ইন মাই নেম” এবং “সলিডারিটি উইথ প্যালেস্টাইন” লেখা প্লাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের বিপুল আরব জনসংখ্যা অধ্যুষিত এলাকার সড়ক প্রদক্ষিণ করার সময় কয়েক ডজন পুলিশ এই শান্তিপূর্ণ বিক্ষোভের দিকে তাকিয়ে থাকে। -বাসস।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর