ঘূর্ণিঝড় তওকতের আঘাতে কর্নাটকে নিহত ৪

আপডেট: May 16, 2021 |

ভারতের কর্নাটক ও গোয়া রাজ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তওকত। এর আঘাতে ইতোমধ্যেই কর্নাটকে প্রাণ হারিয়েছেন ৪ জন।

কর্নাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, ঘূর্ণিঝড় তওকতের প্রভাতে রাজ্যের তিন উপকূলীয় জেলাসহ ছয় জেলা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে গত ২৪ ঘণ্টা ধরে। ঝড়ের প্রভাবে রাজ্যের ৭৩ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।

ভারতের গোয়া রাজ্যের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা পানজিমেও আঘাত হেনেছে তওকত। কিন্তু এখন পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার রাত আড়াইটা নাগাদ এই ঝড়টি ছিল গোয়া থেকে মাত্র ১৫০ কিলোমিটার, মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার ও গুজরাট উপকূল থেকে ৭৩০ কিলোমিটার দূরে। মঙ্গলবার সকালে গুজরাটের উপকূল, পোরবন্দর ও ভাবনগর জেলার মহুভা এলাকায় আছড়ে তওকত পড়তে পারে বলেও জানানো হয়েছিল পূর্বাভাসে।

এখন পর্যন্ত গুজরাটের হালনাগাদ পরিস্থতি সম্পর্কে জানা যায়নি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর