অস্ট্রিয়া সফর বাতিল করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: May 16, 2021 |

ইসরায়েলি পতাকা উত্তোলনের প্রতিবাদে অস্ট্রিয়ার ভিয়েনা সফর বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে জনাব জারিফ অস্ট্রিয়া সফরকে উপযুক্ত মনে করেননি এবং এ কারণে তার সফরটি চূড়ান্ত করা হয়নি।’

অস্ট্রিয়া দাবি করেছে, জারিফের সফর বাতিলের ফলে ‘দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অবনতি হবে না।

একই সঙ্গে দেশটি বলেছে, কিছু কূটনৈতিক সফর অনুষ্ঠানের স্বার্থে ইসরাইলের প্রতি সংহতি প্রদর্শনের অবস্থান থেকে অস্ট্রিয়া সরে আসবে না।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। তবে এর আগে বলা হয়েছিল, জারিফ দ্বিপক্ষীয় সফরে অস্ট্রিয়া যাচ্ছেন এবং পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার সঙ্গে তার সফরের সম্পর্ক নেই।

অস্ট্রিয়ার প্রভাবশালী দৈনিক ডি প্রেস জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গ শুক্রবার জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং তার সফর বাতিলে দুঃখ প্রকাশ করেন।

এর আগে ভিয়েনার বিভিন্ন সরকারি দপ্তরে ইহুদিবাদী ইসরায়েলের পতাকা উত্তোলনের প্রতিবাদ জানিয়েছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর