সুনামগঞ্জে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

আপডেট: May 18, 2021 |

প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জ মানববন্ধন করেছে সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

আজ মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

মানববন্ধনে সাংবাদিকরা সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে আটকে রেখে হেনস্থা করা ও পরবর্তিতে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতার করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। অভিলম্বে সাংবাদিক রোজিনাকে মুক্ত না করে দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী সাংবাদিকরা।

মাববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি, শাহজাহান চৌধুরী, সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী, অরুন চক্রবর্তী, শামস শামীম, হিমাদ্র শেখর ভদ্র, শাহাবুদ্দিন আহমেদ, জসীম উদ্দিন, ঝুনু চৌধুরী,আব্দুস সালাম, রেজাউল করিম, মাসুক আহমদ, একে কুদরত পাশা, আশিক পীর, শহীদনুর আহমেদ, সিদ্ধার্থ আচার্য, পাপন সেন, আমিনুল ইসলাম, লুৎফুর রহমান, কর্ণ বাবু দাস, নজরুল ইসলাম।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর