আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

আপডেট: May 25, 2021 |

আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের কার্যক্রম এগিয়ে যাওয়ার মধ্যেই কাবুল দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

২৮ মে, শুক্রবার আফগানিস্তানের রাজধানীতে থাকা দূতাবাসটি বন্ধ করে দেওয়া হবে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ক্যানবেরা।

এর কারণ হিসেবে দেশটিতে ‘ক্রমবর্ধমান অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি’র কথা উল্লেখ করেছে তারা।

দূতাবাস বন্ধ করা হলেও অস্ট্রেলীয় কূটনীতিকরা নিয়মিত আফগানিস্তান পরিদর্শনে যাবেন কিন্তু তাদের ঠিকানা ওই অঞ্চলের অন্য কোনো দেশে হবে বলে ক্যানবেরার বিবৃতিতে বলা হয়েছে। তবে কোথায় হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ মে ২০২১ আমরা আমাদের দূতাবাস ভবন বন্ধ করব। এই পদক্ষেপ সাময়িক হবে এবং পরিস্থিতি অনুকূল হলেই কাবুলে আমাদের স্থায়ী উপস্থিতি আবার শুরু হবে বলে অস্ট্রেলিয়ার প্রত্যাশা।’

দূতাবাস বন্ধ করলেও আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে অস্ট্রেলিয়া ‘প্রতিশ্রুতিবদ্ধ থাকবে’ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একযোগে আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি সমর্থন জানিয়ে যাবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর