যুক্তরাষ্ট্রে বয়স্কদের অর্ধেকই টিকার দুই ডোজ পেয়েছে

আপডেট: May 26, 2021 |

যুক্তরাষ্ট্রে বয়স্ক জনগণের অর্ধেকই করোনা টিকার পুরো ডোজ পেয়েছে। হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা জানিয়েছে।

মহামারি করোনাবিরোধী যুদ্ধে একে আরো একটি বড়ো ধরনের মাইলস্টোন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক তথ্য পরিচালক সাইরাজ শাহপার টুইট করে বলেছেন, ‘বর্তমানে বয়স্ক ৫০ শতাংশ আমেরিকান করোনার পুরো ডোজই গ্রহণ করেছেন।’

এর অর্থ বয়স্ক জনসংখ্যার অর্ধেক মর্ডানা কিংবা ফাইজার/বায়োএনটেকের দ’ুটি ডোজ অথবা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় ৫ লাখেরও বেশি লোক মারা গেছে। তবে বর্তমানে দেশটি টিকা দেয়ার ক্ষেত্রে বিশ্বে নেতৃত্বস্থানীয় অবস্থায় রয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ৪ঠা জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ বয়স্ক নাগরিককে টিকার আওতায় নেয়ার লক্ষ্য ধার্য করেছেন। ইতোমধ্যে ৬২ শতাংশ লোক টিকা পেয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর