জুনেই ভারতে কভিড ভ্যাকসিন উৎপাদন দ্বিগুণ হবে

আপডেট: May 29, 2021 |

ভারত জুড়ে কভিড ভ্যাকসিনের আকাল। মে মাসের শুরু থেকে ১৮ ঊর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ না থাকায় তা করতে পারেনি ভারতের একাধিক রাজ্য। এমন পরিস্থিতিতে এবার ভ্যাকসিন উৎপাদন নিয়ে আশার কথা শুনালো ভারত সরকার।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ভ্যাকসিনের উৎপাদন বাড়বে। জুন মাসেই উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। আর সেপ্টেম্বর মাসের শেষে সেখানে ভ্যাকসিন উৎপাদন পৌঁছে যাবে প্রতি মাসে ১০ কোটিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এপ্রিল পর্যন্ত মাসে ১ কোটি ভ্যাকসিন ডোজ উৎপন্ন হচ্ছিল। জুলাই-আগস্টের মধ্যে তা ৬ থেকে ৭ কোটি হয়ে যাবে। আমরা আশা করছি এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই মাসে ১০ কোটি ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে।

এদিকে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আলোচনা চালাতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। যুক্তরাষ্ট্র থেকে সাহায্যের বড়সড় আশ্বাসও দেওয়া হয়েছে। প্রায় দেড়শো কোটি অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন উতপাদনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর