ব্রেন ওয়াশের অজুহাত দেখিয়ে যাজকদের আটক করছে চীন

আপডেট: May 31, 2021 |

সম্প্রতি চীনের হুবেই প্রদেশ থেকে ‘ব্রেন ওয়াশের’ সেমিনার করেছেন অভিযোগ দিয়ে চারজন খ্রিস্টান যাজককে আটক করা হয়। ইন্টারন্যাশনাল খ্রিস্টান কনসার্ন (আইসিসি) জানিয়েছে, খ্রিস্টানদের নির্যাতনের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে।

জানা গেছে, চীনা কর্তৃপক্ষ আটক করেছে জিনজিয়াংয়ের বিশপ গুইসেপে ঝাং উইঝু-কে। ১৯৯১ সাল থেকে তিনি সেখানে বিশপ হিসেবে আছেন।

আইসিসি দাবি করেছে, বিশপসহ ১০ জন যাজককে আটক করে একটি হোটেলে রাখা হয়েছে। তাদেরকে একেবারে নির্জন জায়গায় রাখা হয়েছে। এর আগে ওই যাজকদের খ্রিস্টান ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়াও শাহেকিয়াউ এলাকা থেকে অন্তত ১০ জন ছাত্রকে আটক করেছে চীনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরপাকড় শুরু হওয়ার আগ মুহূর্তে তিনজন সেখান থেকে পালাতে সক্ষম হন। সূত্র : এএনআই

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর