করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা ব্রিটেনে

আপডেট: June 1, 2021 |

ব্রিটেনে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে অবস্থান করছে বলে সরকারকে সতর্ক করেছেন দেশটির একজন বিজ্ঞানী ও উপদেষ্টা। বিবিসি রোডিও ফোর কে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবি গুপ্তা এ সতর্কবার্তা দেন।

অধ্যাপক রবি গুপ্তা বলেন, যুক্তরাজ্যে বর্তমানে শনাক্তের হার বেশ খানিকটা কম। তবে দেশটিতে এরই মধ্যে সংক্রমণের তৃতীয় ঢেউয়ে প্রবেশ করেছে। যুক্তরাজ্যে পাঁচ দিন ধরে ৩ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১২ই এপ্রিল যুক্তরাজ্যে তিন হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। নতুন শনাক্তের বেশিরভাগই ভারতীয় ধরন, যা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে অনেক মানুষ টিকা নেয়ায় অন্যান্য বারের তুলনায় সংক্রমণের এবারের ঢেউ চূড়ায় পৌঁছাতে বেশি সময় নেবে বলেও মনে করেন অধ্যাপক রবি গুপ্তা।

তাই আগামী ২১ জুন ইংল্যান্ডজুড়ে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে তা আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত বলে মনে করনে তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর