মেসির সাথে খেলাটা সবসময় আনন্দদায়ক: অ্যাগুয়েরো

আপডেট: June 1, 2021 |

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন সার্জিও অ্যাগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের আশা, নতুন মৌসুমে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন।

আগামী ৩০ জুন বার্সার সঙ্গে চলমান চুক্তি শেষ হচ্ছে দলটির সবচেয়ে বড় তারকা মেসির। ভবিষ্যৎ নির্ধারণ না করেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে ক্যাম্প ছেড়েছেন তিনি।

অন্যদিকে তার ছোটবেলার বন্ধু অ্যাগুয়েরো ২০২৩ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন কাতালান দলটির সঙ্গে।
বার্সার চুক্তি সংশ্লিষ্ট সব কাজ শেষ করে মেসির সঙ্গে যোগ দিতে আর্জেন্টিনায় উড়ে যাবেন।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৪ জুন চিলির বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। ৮ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। তার পরই কোপা আমেরিকায় অংশ নিবে দলটি।

ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে মেসির সঙ্গে বার্সার জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাগুয়েরো।

‘আশাকরি একসঙ্গে খেলবো। তবে এটা শুধু লিওর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তার সঙ্গে খেলতে পারাটা স্বস্তিদায়ক। যদি তিনি থেকে যান, তাহলে দুজনে মিলে ক্লাবের জন্য সেরাটাই উপহার দেয়ার চেষ্টা করব।’

২০০৫ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ও ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক জয়ী দলের সদস্য ছিলেন দুইজন।

‘আমার সঙ্গে প্রতিদিনই কথা হয় তার। তবে সব বিষয় এখনে বলতে পারছি না। সবশেষ আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তিনি।’

দীর্ঘ ১৫ বছর জাতীয় দলের জার্সিতে একসঙ্গে খেলছেন মেসি-অ্যাগুয়েরো। একসঙ্গে ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে মাঠ মাতিয়েছেন দুই বন্ধু।

‘আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। আর্জেন্টিনার জার্সিতে খেলেছি। আশা করি এখানেও একসঙ্গে খেলতে পারবো।’ যোগ করেন অ্যাগুয়েরো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর