সু চির বিচার শুরু হচ্ছে আজ

আপডেট: June 14, 2021 |

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিচার প্রক্রিয়া আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এর আগে নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ফেব্রুয়ারিতে দেশটির নির্বাচিত সরকারকে সরিয়ে অভুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।

৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা চালানোর সময় করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ অমান্য করা, অবৈধভাবে ওয়াকি টকি রাখা, সরকারি নথির গোপনীয়তা ভঙ্গ, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। যদিও সু চির পক্ষ থেকে সব ধরণের অভিযোগের কথা অস্বীকার করা হয়েছে।

বিচার প্রক্রিয়ার এই প্রথম ধাপ জুলাইয়ের শেষ নাগাদ চলতে পারে বলে জানিয়েছে তার আইনজীবী।

এদিকে সু চির বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সেগুলো থেকে অব্যহতি দিয়ে তাকে দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সোমবারও দেশটির ইয়াঙ্গুন শহরে গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর