নাইজেরিয়ায় ৪২ দিন পর ১০০ নারী-শিশুকে উদ্ধার

আপডেট: July 21, 2021 |

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৪২ দিন পর ১০০ নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। ৮ জুন জামফারা স্টেটে তাদের অপহরণ করেছিল বন্দুকধারীরা। অপহরণের সময় এদের ৪ জন মারা যান।

জামফারা রাজ্য সরকার জানিয়েছে, কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আর কোনো তথ্য দেয়া হয়নি।

ভুক্তভোগীদের মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইজেরিয়ায় গত কয়েক মাস ধরেই টানা অপহরণের ঘটনা ঘটছে। গত বছরের ডিসেম্বর এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষ অপহরণের শিকার হয়েছেন। এদের অধিকাংশ মানুষকে ছাড়াতে মুক্তিপণ দিতে হয়েছে, অনেকে মারা গেছেন।

স্থানীয় প্রশাসন এসব ঘটনাকে ‘ডাকাতদের কাজ’ বলে দাবি করে থাকে। কিন্তু এর পেছনে শক্তিশালী চক্র আছে। অনেক সময় পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় তারা। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর