ভারতে অ্যান্টিবডি বাড়ছে : সেরো সমীক্ষা

ভারতে ছয় বছরের বেশি বয়সি জনসংখ্যার প্রায় ৬৭.৬ শতাংশের শরীরে কভিডের বিরুদ্ধে অ্যান্টিবডির সন্ধান পাওয়া গেছে।

এই সংখ্যা গোটা দেশের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরে মূলত জুন-জুলাই মাসে এ সমীক্ষা করা হয় ভারত জুড়ে।

তবে সংক্রমণ, নাকি টিকা নেওয়া, কি কারণে এ অ্যান্টিবডি শরীরে তৈরি হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেনি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর চতুর্থ সেরো সমীক্ষা।

এ বারের রক্ত পরীক্ষার সমীক্ষা থেকেই দু’টি বিষয় স্পষ্ট হয়েছে। প্রথমত, করোনার দ্বিতীয় ঢেউয়ে বড়দের সঙ্গে সমান তালে আক্রান্ত হয়েছে ছোটরা।

দ্বিতীয়ত, জনগোষ্ঠীতে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা (হার্ড ইমিউনিটি) ক্রমশ বাড়ছে। বিজ্ঞানীদের মতে, জনগোষ্ঠীতে ৭০% থেকে ৮০% মানুষের হার্ড ইমিউনিটি হয়ে গেলে সে ক্ষেত্রে আর পাঁচটা রোগের মতোই সাধারণ রোগে পরিণত হবে কভিড। সূত্র: আনন্দবাজার

বৈশাখী নিউজ/ এপি