করোনায় খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০
আপডেট: July 22, 2021
|

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ২১৩ জনের।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমান রোগী ভর্তি রয়েছে ৩২৫ জন। ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন।
খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গতকাল ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা নগরী ও জেলার ১২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের নমুনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ১, যশোরে ২ ও নড়াইলের ১ জন করোনা শনাক্ত হয়েছেন।