মেহেদীর পর সাকিবের উইকেট

আপডেট: July 23, 2021 |

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ।

এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। নিজের প্রথম ওভারে কিছু খরুচে বোলিং করলেও নিজের পঞ্চম বলে টাডিওয়ানশে মারুয়ানিকে বোল্ড করে ফিরিয়েছেন শেখ মেহেদী।

এদিকে প্রথম ওভারেই উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও। এই বাঁহাতি স্পিনারের করা দ্বিতীয় বলে রেজিস চাকাভা উড়িয়ে মারতে চেয়েছিলেন মিড অফের উপর দিয়ে। সেখানে দুজন ফিল্ডার থাকলেও বল ধরা পড়ে শরিফুল ইসলামের হাতে।

এছাড়া চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না লিটন দাসের। তার পরিবর্তে এই ম্যাচে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। আর মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে তাসকিন আহমেদকে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম পাটোয়ারি, নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকভা, টাডিওয়ানশে মারুমানি, মিল্টন সুম্বা, ডিওন মেয়ার্স, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক) রায়ান বার্ল, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জঙ্গুই, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতার।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর