শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

আপডেট: July 28, 2021 |
print news

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৩৯৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৮৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৩১১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৮টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।

বৈশাখীনিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর