যারা নতুন টিকা নেবেন তাদেরকে মার্কিন ডলার উপহার দেবেন জো বাইডেন

আপডেট: July 30, 2021 |

 

বৃহষ্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন স্টেট গুলোতে যারা নতুন হিসেবে টিকা নেবেন, উপহার সরূপ প্রত্যেক টিকা গ্রহনকারীকে ১০০ মার্কিন ডলার প্রদান করা হবে। বিবিসি, ফাইন্যান্সিয়াল টাইমস্

বাইডেন প্রায় ২ মিলিয়ন ফেডারেল কর্মীদের টিকা গ্রহনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, কর্মীদের অবশ্যই টিকা গ্রহন করতে হবে, পাশাপাশি তাদের মাস্ক এবং প্রয়োজন সাপেক্ষে বাধ্যতামূলক পরীক্ষাও করতে হবে।

সম্প্রতি ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে মার্কিন মুলুকে। তবে তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে টিকা গ্রহনকারীরা। জুন মাসে এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে কোভিডে মৃত ৯৯ শতাংশ ব্যক্তি টিকা গ্রহণ করেনি।

তাই বাইডেনের নতুন ঘোষণা অনুযায়ী, টিকা গ্রহণে আগ্রহ বাড়াতে উপঢৌকনের ব্যবস্থা নিলো সরকার।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর