করোনায় পটুয়াখালীতে নতুন শনাক্ত ১২৭, মৃত্যু ৪

আপডেট: August 6, 2021 |
print news

পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২৭ জন রোগী শনাক্ত হয়েছে এবং এ সময় মারা গেছেন আরও চার জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় চার জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, পটুয়াখালী পৌর শহরের সবুজ বাগ এলাকার সোনা রানী, সদর উপজেলার হেতালিয়া এলাকার আবুল কালাম, বাউফলের শমরেস সাহা ও মির্জাগঞ্জের হালিমা।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১২৭ জনের পজেটিভ এসেছে।

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯৪ জন। বর্তমানে মোট দুই হাজার ২৯৩ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন এবং বাড়ীতে রয়েছেন দুই হাজার ১২৯ জন। এ পর্যন্ত ৩০ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর