মার্কিনিদের আফগানিস্তান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আপডেট: August 8, 2021 |

তালেবানের হাতে একের পর এক প্রাদেশিক রাজধানীর পতনের খবরের মধ্যে আফগানিস্তানে থাকা মার্কিনিদের যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিরাপত্তা পরিস্থিতি এবং কর্মী কমে যাওয়ায় কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে নাগরিকদের সাহায্য করার ক্ষমতা ‘সীমিত হয়ে এসেছে’ উল্লেখ করে এ আহ্বান জানানো হয়। খবর রয়টার্সের।

শনিবার কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বিমানে আফগানিস্তান ছাড়ার তাগিদ দিয়েছে। তাৎক্ষণিকভাবে যারা বিমানের টিকেট কিনতে পারবে না, তাদেরকে প্রত্যাবাসন ঋণ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

আফগানিস্তানের বিভিন্ন প্রাদেশিক রাজধানী দখলে তালেবানদের সাঁড়াশি আক্রমণের মুখে যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিরাপত্তা সতর্কতা দিল।

শুক্রবার তালেবানরা নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জের নিয়ন্ত্রণ নেয়, পরদিন তাদের হাতে আরেকটি প্রাদেশিক রাজধানীর পতন ঘটে।

গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনা প্রত্যাহার সংক্রান্ত চুক্তির পর থেকেই তালেবানরা আফগানিস্তানে অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে হলেও পরে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস দেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর