কাবুলে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা

আপডেট: August 16, 2021 |

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘােষণা দেয়।

সোমবার (১৬ আগস্ট) বার্তা সংস্থা এএনআই নিউজ জানিয়েছে, কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমান চলাচল আপাতত বন্ধ করা হয়েছে।

এর আগে কাবুলে বিমানবন্দরে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি থামাতে এই গুলি করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

এদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক কর্মকর্তা জানান, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। শুধুমাত্র অনুমতি রয়েছে সামরিক বিমান চলাচলের।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর