টিকা উদ্ভাবন হলেই দ্রুত উৎপাদনে যেতে চায় সিঙ্গাপুর

আপডেট: June 6, 2020 |

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে টিকা উদ্ভাবনের জন্য সারাবিশ্বের গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এশিয়ার চারটি দেশ করোনার টিকা উদ্ভাবনে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনার টিকা উদ্ভাবন করা গেলে দ্রুত এবং অত্যধিক পরিমাণে তা যেন উৎপাদন করা যায়, সেজন্য কাজ করে যাচ্ছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হিসিয়েন লুং গতকাল শুক্রবার ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটে বলেছেন, টিকা উদ্ধাবন হয়ে গেলে তা উৎপাদন সম্পন্ন করে দেওয়া হবে।

তিনি আরো বলেছেন, ভায়াল থেকে শুরু করে সূচ পর্যন্ত আমরা প্রস্তুত করে দেব। জনসংখ্যা বিবেচনা করে টিকা দ্রুত উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। কারণ, অনেকগুলো ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দূষণের ঝুঁকিতে থাকে এবং তাদের তৈরি ভায়াল ভেঙে যায়।

তিনি আরো বলেছেন, এসব বিবেচনা করে দ্রুত টিকা উদ্ভাবন করা হবে। নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে এবং তার গুণগত মান হবে উচ্চ।সূত্র : স্ট্রেইট টাইমস

বৈশাখী নিউজএপি

Share Now

এই বিভাগের আরও খবর