পর্নস্টারকে অর্থ দিয়ে কি নির্বাচনি বিধি ভেঙেছেন ট্রাম্প?

আপডেট: April 23, 2024 |
inbound4613264137918702870
print news

পর্নস্টারকে অর্থ দিয়ে নির্বাচনি বিধি ভেঙেছেন ট্রাম্প?সবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন পর্নস্টার ড্য়ানিয়েল।

এতে ২০১৬ সালে নির্বাচনের আগে পর্নস্টার স্টরমি ড্য়ানিয়েলের মুখ বন্ধ করার জন্য় বিপুল পরিমাণ অর্থ তাকে দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচন কমিশনের কাছে সে কথা গোপন রেখেছিলেন তিনি।

সোমবার (২২ এপ্রিল) ম্যানহাটানের আদালতে হাজিরা দিতে হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে। এবছরেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ৩৪ ফেলোনি কাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে বেআইনি পথ অবলম্বন করেছেন ট্রাম্প। তথ্য গোপন রেখে অর্থ খরচ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন তিনি।

সে সময় ট্রাম্পের আইনজীবী ছিলেন মিশেল কোহেন। তার হাত দিয়েই ড্যানিয়েলকে অর্থ পাঠিয়েছিলেন ট্রাম্প।

স্বাভাবিকভাবেই ট্রাম্পের আইনজীবীরা এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা বক্তব্য, ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে।

আগামী দুইমাস ধরে আদালতে এই মামলার শুনানি চলতে পারে। সেখানে ডনাল্ড ট্রাম্পকেও উপস্থিত থাকতে হবে। ফলে নির্বাচনি জনসভায় না গিয়ে ট্রাম্পকে আদালতে হাজিরা দিতে যেতে হবে।

এ বিষয়ে সোমবার (২২ এপ্রিল) ট্রাম্প বলেছেন, নির্বাচনি প্রচার থেকে আমায় সরানোর জন্য়ই এই ষড়যন্ত্র চলছে। কিন্তু এভাবে আমায় হারানো যাবে না।

বস্তুত, এই মামলায় ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হলেও তিনি ২০২৪ এর নির্বাচনে অংশ নিতে পারবেন এবং ভোটে জিতলে প্রেসিডেন্ট হতে পারবেন।

সূত্র: ডয়েচে ভেলে

Share Now

এই বিভাগের আরও খবর