ব্যাংক কর্মকর্তার মৃত্যু করোনায়

আপডেট: June 26, 2020 |

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম শাহজাহান আলী (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

শাহজাহান আলী শহরের বগুড়াপাড়ার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংক বগুড়া করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন।

ওই হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনা পজিটিভ শাজাহান আলীকে সংকটাপন্ন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার (এসপিও) সানাউল হক জানান, বেশ কয়েকদিন আগে শাহজাহান আলী জ্বর অনুভব করেন। তার অ্যাজমা এবং উচ্চ রক্তচাপ ছিল। নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। তারপর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে কমে আসতে শুরু করে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর