পান পাতার রস শরীরের দুর্গন্ধ দূর করে

আপডেট: November 20, 2020 |

 পান আদি গ্রাম বাংলার মানুষের প্রিয় মেহমানদারির উপকরণ। বর্তমান সময়েও পানের জনপ্রিয়তা একটু খানি কমেনি ।শহর গ্রাম সব জায়গাই পানভক্ত মানুষ দেখতে পাওয়া যায়। পান কেবল বয়স্করা নয়, ভারি খাবার খাওয়ার পর আমরাও অনেকেই পান খাই দ্রুত হজমের জন্য।

অনেকেই জানেন না রূপচর্চায় পান পাতার ব্যবহার সম্পর্কে।

যেভাবে ব্যবহার করবেন
চুলের যত্নে:
পান পাতা বেটে নিন।
নারকেল তেলের সঙ্গে পাতার পেস্ট মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন।
ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
সপ্তাহে দিন ব্যবহার করলে চুল পড়া কমবে।

শরীরের দুর্গন্ধ দূর করতে:
গোসলের পানিতে পান পাতার রস মিশিয়ে নিন। শরীরের দুর্গন্ধ দূর হবে।

অ্যালার্জি দূর করতে:
এক বাটি পানিতে ১০টি পান পাতা ফুটিয়ে গোসলের পানিতে মিশিয়ে নিন। অ্যালার্জি দূর হবে।

তথ্য: জিনিউজ

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর