বিবিসিকে ‘হ্যান্ড অব গড’ নিয়ে যা বলেছিলেন ম্যারাডোনা (ভিডিও)

আপডেট: November 26, 2020 |

বিশ্ব ফুটবলকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান তিনি।

ফুটবল বিশ্বে ম্যারাডোনাকে কিংবদন্তির কাতারে নিয়ে গিয়েছে ১৯৮৬ সাল। সে বছর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেশের জন্য দ্বিতীয় ফিফা ফুটবল বিশ্বকাপ জেতেন। ১৯৭৮ সালের পর তিনিই এখন পর্যন্ত দেশটির শেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সে বছরের বিশ্বকাপ জয় যতটা গুরুত্বপূর্ণ তার থেকে কোনো অংশে কম ছিল না। কোয়ার্টার ফাইনালে সেসময়ের রীতিমতো ‘শত্রু’ দেশ ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। তাও যেনতেন ভাবে নয় বরং রীতিমতো হাত দিয়ে গোল করে। ১৯৮২ সালের ফখল্যান্ড যুদ্ধের প্রতিদ্বন্দ্বীদের ভালই ঘোল খাইয়েছিল আর্জেন্টিনা।

খেলার ৫১ মিনিটে লাফিয়ে উঠে হেড করার ভঙ্গিতে হাত দিয়ে গোল করে বসেন ম্যারাডোনা। আর তখন থেকেই ‘হ্যান্ড অব গড’ উপাধি জুটে যায় ম্যারাডোনার সাথে।

তবে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ ফুটবলের আজীবনের বিতর্ক। সেই গোল নিয়ে ২০০৬ সালে বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছিলেন ম্যারাডোনা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর