আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট: August 24, 2021 |
print news

চলতি বছর অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই শুরু হয়ে গেছে কোন দলের হাতে উঠবে শিরোপা। এ ব্যাপারটি নিয়ে ক্যারিবীয় সাবেক ক্রিকেটার ড্যারেন স্যামি মনে করছেন, এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ। আর টুর্নামেন্টের সেরা হবেন আন্দ্রে রাসেল।

সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজই।

এমনকি গত ৪ বারই সেমিফাইনাল খেলেছিল তারা। যার মধ্যে দুবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। স্যামি বলেন, ‘বলতে আমার কোন বাঁধা নেই ওয়েস্ট ইন্ডিজই ট্রফি উঁচিয়ে ধরবে।

যখন আপনি এই দলটির দিকে দেখবেন এবং মানুষজন বলবে আমি পাগলের প্রলাপ বকছি। কিন্তু সর্বশেষ তিনটি টুর্নামেন্টে দেখেন আমরা কিন্তু সেরা চারে যেতে সক্ষম হয়েছি যার মধ্যে দুটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলেরও প্রশংসা করেছেন স্যামি, ‘আমাদের ক্রিকেটারদের সেই সক্ষমতা রয়েছে।

আপনি অধিনায়ক পোলার্ডের দিকে দেখুন। ইউনিভার্স বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ফেবিয়্যান অ্যালেন, এভিন লুইস। কি বলব আমি চাইলে আপনাকে আরো বড় একটি লিস্ট ধরিয়ে দিতে পারি যারা আপনাকে যে কোনো সময় আক্রমণ করেত পারে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় হবেন আন্দ্রে রাসেল। এমনটাই মনে হচ্ছে স্যামির, ‘টুর্নামেন্টে সেরা খেলোয়াড় কে হবে তা নিয়ে আমি বেশ উত্তেজিত।

আমার মনে হয় আন্দ্রে রাসেলই হতে পারে সেই ব্যাক্তি, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারে। যে কিনা ব্যাট এবং বল দুটোই করতে পারে এবং দলের গুরুত্বপূর্ণ মুহুর্তে দাঁড়াতে পারে এমনটি ট্রফি নিয়েও ফিরতে পারে।’

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর