মাদক মামলায় তলব ভারতের ১২ তারকা

আপডেট: August 26, 2021 |
print news

মাদক মামলায় ভারতীয় সিনেমা জগতের তারকা রকুল প্রীত সিং, রানা দাগ্গুবাতিসহ মোট ১২ জন অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, চার বছরের পুরনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সংস্থাটি তাদের তলব করেছে।

যে ১২ জনের মধ্যে আরও রয়েছেন- পুরী জগন্নাথ, রবি তেজা, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকাদের নাম। জানা গেছে, পুরী জগন্নাথকে ৩১ আগস্ট, রকুল প্রীত সিংকে ৬ সেপ্টেম্বর, রানা দাগ্গুবাতিকে ৮ সেপ্টেম্বর, রবি তেজাকে ৯ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে।

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ টাকার মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের আবগারি বিভাগের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়। মামলায় একাধিক দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তবে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোনো প্রমাণ না থাকায় শুধুমাত্র সাক্ষী হিসেবেই রকুল প্রীত সিং, রানা দাগ্গুবাতিদের ডেকে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর