দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

আপডেট: September 6, 2025 |
inbound3284468268906934537
print news

ফ্যাসিস্ট সরকারের বছর পেরোতেই খোলশ পাল্টে আচমকা চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিএনপির মঞ্চে হাজির হওয়া বিতর্কের জন্ম দিয়েছে।

বিষয়টিকে সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বিএনপিসহ শোবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন।

এবার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফোড়ন কেটেছেন চিত্রনায়িকা পরীমণি। বলেছেন, দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে পরীমণি লেখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসটিতে পরীমণি দিদির নাম উল্লেখ করেননি। তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে।

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়মিত উপস্থিত থাকতেন অপু বিশ্বাস। সেই অপু এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর