মোবাইলে কুপ্রস্তাব দেন চাচা শ্বশুর, চেয়েছেন বিয়েও করতে
আপডেট: September 21, 2025
|


পিরোজপুরের নেছারাবাদে দুই সন্তানের জননী ফারজানা বেগম (২২) নামের এক গৃহবধূকে চাচা শ্বশুরের মোবাইল ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শাহীন ফিটার উপজেলার বলদিয়া ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের মো. আলী আক্কাবার ফিটারের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী শাহীন ফিটার তার ভাইয়ের ছেলের স্ত্রীকে মোবাইলে কুপ্রস্তাব দেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়ি ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালায়। পরে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ফারজানা বেগম বলেন, “প্রতিবেশী শাহীন ফিটার সম্পর্কে আমার শ্বশুর হন। তিনি দীর্ঘদিন ধরে মোবাইলে কুপ্রস্তাব দিচ্ছিলেন। আমি রাজি না হওয়ায় বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। পরে স্বামী ও প্রতিবেশীদের রেকর্ডকৃত ফোনালাপ শুনাই। পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। আমি এর ন্যায্য বিচার চাই।”
এ বিষয়ে শাহীন ফিটার জানান, “আমাদের সঙ্গে ওই পরিবারের ভালো সম্পর্ক ছিল। তারা বিভিন্ন সময়ে সমস্যা দেখিয়ে আমার কাছ থেকে অর্থ নিয়েছে। ফোনে যে কথাগুলো বলেছি, সেটা ঠিক হয়নি। তাকে ভালো লাগার বিষয়টি জানিয়েছিলাম। শরিয়ত অনুযায়ী পুরুষ একাধিক বিয়ে করতে পারে। ফারজানা রাজি হলে তাকে বিয়ে করতাম।” তবে এর আগে তার দুটি বিয়ে ছিল কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।
বলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. জাহারুল ইসলাম বলেন, “ঘটনার পর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী শাহীন ফিটারের বাড়ি ঘেরাও করে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত ছিলেন।”
স্থানীয় ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, “শাহীন ফিটার একজন বিত্তশালী ব্যক্তি। এর আগেও তিনি দুটি বিয়ে করেছেন। ছেলের বউকে কুপ্রস্তাব দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। পুলিশের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না। তার অবশ্যই বিচার হওয়া উচিত।”