জেমিকে অব্যাহতি, নতুন কোচ অস্কার ব্রুজন

আপডেট: September 17, 2021 |
print news

জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’কে ৩ মাসের জন্য অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজোনকে। সাফ, যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত তার মেয়াদ দুই মাস, ১৭ নভেম্বর পর্যন্ত।

জেমি ডে’র বিদায় নিশ্চিত হয়ে গেছে, এখনই বলা যাচ্ছে না। তার ভাগ্য নির্ধারণ হবে পরে। সম্ভবত অস্কার ব্রুজোনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিঙ্গার আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর