আলজেরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা আর নেই

আপডেট: September 18, 2021 |
print news

আলজেরিয়ায় দীর্ঘসময় ধরে শাসন করা আবদেল আজিজ বুতেফ্লিকা আর নেই। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ ছিলেন এবং জনসম্মুখেও খুব কম আসতেন। গতকাল শুক্রবার তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে গার্ডিয়ান। আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশ করা হলেও কারণ জানানো হয়নি।

২০১৩ সালে স্ট্রোক করার পর থেকে আবদেলআজিজ বুতেফ্লিকাকে খুবই কম জনসম্মুখে দেখা গেছে। বুতেফ্লিকাকে তার সমর্থকরা জাতীয় বীর হিসেবে বিবেচনা করেন। ‍১৯৫০ ও ১৯৬০ এর দশকে আলজেরিয়াকে স্বাধীন করার জন্য ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি।

১৯৬২ সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর বুতেফ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। সবচেয়ে কম বয়সে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে রেকর্ড গড়েছিলেন, এখনো সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। দুই দশক তিনি দেশটির প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। ৫ম বারের মতো নির্বাচনে লড়তে চাইলে তীব্র বিক্ষোভ শুরু হয় আলজেরিয়ায়। ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগে বাধ্য হন তিনি।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর