নাদির শাহ’র নামে ক্লাব হাউজের নামকরণ করলো ডিসিএ

প্রয়াত আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ’র নামে ক্লাব হাউজের নামকরণ করেছে ধানমন্ডি ক্রিকেট একাডেমি (ডিসিএ)। এখন থেকে তাদের ক্লাব হাউজের নাম ‘নাদির শাহ স্ট্যান্ড’।
শনিবার (১৮ সেপ্টেম্বর) তারা নাদির শাহ’র সম্মানে এই নামকরণ করে।
এই নামকরণের বিষয়টি ঘোষণা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন- ধানমন্ডি ক্রিকেট একাডেমির সভাপতি আবু মোহাম্মদ সবুর, সাধারণ সম্পাদক আরমান নাম্মু ও যুগ্ম সাধারণ সম্পাদক তায়েব আফজাল।
মূলত ডিসিএ’র ক্লাব হাউজের নামকরণ নাদির শাহ’র নামে করার প্রস্তাবটি দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। যিনি দীর্ঘদিন নাদির শাহ’র সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করেছেন।
শুক্রবার ডিসিএ’র একটি আলোচনা সভায় তিনি এ প্রস্তাবটি আনেন। সেটার সঙ্গে একমত হন ক্লাবটির কর্মকর্তারা এবং শনিবারই সেটা বাস্তবায়ন করা হয়।
ডিসিএ সভাপতি সবুর এমন একটি প্রস্তাব আনার জন্য রকিবুল হাসানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটাররা নাদির শাহ’র ক্রিকেটিং স্পিরিট ও ক্রিকেটের প্রতি তার ভালোবাসায় অনুপ্রাণিত হবে। নাদির শাহ তরুণ প্রজন্মকে ধানমন্ডি ক্রিকেট একাডেমি মাঠে খেলতে দেখতে পছন্দ করতেন।
উল্লেখ্য, নাদির শাহ ছিলেন ধানমন্ডি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাকালিন সদস্য এবং প্রথম কোচ। যিনি গেল ১০ সেপ্টেম্বর মারা যান।