ভারতের তিন রাজ্যে ওমিক্রন রোগী শনাক্ত

আপডেট: December 5, 2021 |

ভারতের তিনটি রাজ্যে ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। এই নিয়ে ভারতে চার জনের ওমিক্রন শনাক্ত হলো। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার কর্ণাটক রাজ্যে দুজনের দেহে ওমিক্রন শনাক্তের কথা জানায় ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার দুপুরে গুজরাটে তৃতীয় ব্যক্তিকে শনাক্তের কথা জানানো হয়। রাতে মহারাষ্ট্রে চতুর্থ আক্রান্তের খবর জানানো হয়।

গুজরাটে শনাক্ত হওয়া ৭২ বছর বয়সী ওই ব্যক্তি ২৭ নভেম্বর জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন। ২৯শে নভেম্বর তার কোভিড পজিটিভ ধরা পড়ে। ভাইরাসের নমুনা পুনের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। শনিবার সেই ফলাফলে দেখা যায় তিনি ওমিক্রনে আক্রান্ত।

মহরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত হওয়া ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে এসেছিলেন। দুবাই, দিল্লি হয়ে তিনি গত ২৪শে নভেম্বর মুম্বাইতে পৌঁছান। তিনি কল্যান ডোম্বিভালি মিউনিসিপ্যাল কর্পোরেশেন এলাকার বাসিন্দা। তিনি করোনার টিকাও নেননি। ২৪শে নভেম্বর তার হালকা জ্বর হয়। তবে তাঁর অন্য কোনও উপসর্গ ছিল না। আপাতত তাকে কোভিড কেয়ার সেন্টারে রাখা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর